ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দেশজুড়ে ২৩ ও ২৪ সেপ্টেম্বর সিপিবির বিক্ষোভ

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:২২, ২০ সেপ্টেম্বর ২০২৩

দেশজুড়ে ২৩ ও ২৪ সেপ্টেম্বর সিপিবির বিক্ষোভ

দেশজুড়ে ২৩ ও ২৪ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

সংবাদে সম্মেলনে রুহিন হোসেন প্রিন্স বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সিন্ডিকেট ভাঙা, সারাদেশে রেশন ব্যবস্থা, ন্যায্য মূল্যের দোকান চালুসহ উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলার দাবিতে আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিপিবি। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিবির কেন্দ্রীয় সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিতে অবাধ খোলাবাজার অর্থনীতির দর্শন ও মার্কেট ফাণ্ডামেন্টালিজমের নীতি থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের জন্য স্থায়ী রেশন ব্যবস্থা চালুকরণ, টিসিবির কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করে অত্যাবশ্যক পণ্যসামগ্রীর আমদানি, মজুত ও সরবরাহ ব্যবস্থা সচল রাখা, অত্যাবশ্যকীয় দ্রব্যসামগ্রীর বাফার স্টক গড়ে তুলতে হবে।

সংবাদ সম্মেলনে কিছু প্রস্তাবনা দেয় সিপিবি। অন্যান্য প্রস্তাবনার মধ্যে হলো- মধ্যস্বত্বভোগীদের শোষণ থেকে উৎপাদক কৃষক ও ক্রেতাসাধারণকে মুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাগুলোর সহায়তা গড়ে তুলতে হবে। একদিকে ‘ভোক্তা সমবায় সমিতি’ এবং অন্যদিকে ‘উৎপানক সমবায় সমিতি’ গড়ে তোলা এবং এই দুই সংস্থার মধ্যে সরাসরি সংযোগ ও লেনদেনের ব্যবস্থা করতে হবে৷

সাধারণ মানুষের যুক্তিসংগত আয় নিশ্চিত করার জন্য সংগঠিত, অসংগঠিত শ্রমিক, ক্ষেত মজুরদের জন্য যুক্তিসংগত জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করার প্রস্তাবনা দেন অধ্যাপক এম এম আকাশ৷ তিনি বলেন, ‘জাতীয় ন্যূনতম মজুরির হার বছর বছর এমনভাবে বৃদ্ধি করতে হবে যেন তা বার্ষিক মুদ্রাস্ফীতির হারের চেয়ে বেশি হয়। অনুরূপ নিয়মে কর্মচারীদের বেতন কমিশনের ব্যবস্থা করতে হবে যেন সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১ দশমিক ৫ কিংবা নিদেনপক্ষে ১৬ এর মধ্যে রাখা যায়।’

পাইকারি ও খোলাবাজারে পণ্যমূল্য তদারকির জন্য মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রস্তাবনা দেন তিনি।

সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ উপস্থিত ছিলেন।

শেয়ার বিজনেস24.কম