
দুই সপ্তাহের জন্য নিউইয়র্ক থেকে ঢাকায় এসেছেন অভিনয়শিল্পী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। এ সময় তাঁকে ঘোরাঘুরির আবহে পাওয়া গেল। ঢাকার অদূরে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে আড্ডা ও ঘোরাঘুরিতে অভিনয়শিল্পী ও নির্মাতা স্বামী তৌকীর আহমেদ ছাড়াও বাবা আবুল হায়াত, মা শিরিন হায়াতসহ পরিবারের অন্য সদস্যদের দেখা গেছে। চমকপ্রদ একটি খবর দিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই তারকা। গতকাল শনিবার গণমাধ্যম কে জানালেন, তাঁর একটি শিল্পকর্ম নিয়ে তৈরি হচ্ছে শাড়ি, যা শিগগিরই বাজারে আসবে।
বছর দুয়েক আগে ঢাকার গ্যালারি চিত্রকে নিজের চিত্রকর্ম নিয়ে একটি একক প্রদর্শনী করেছিলেন শিল্পী বিপাশা হায়াত। সেখানেই অন্য সব চিত্রকর্মের পাশাপাশি স্থান পায় ‘সক্রেটিসকে আমার ভোট দিলাম’। বিপাশার আঁকা সেই চিত্রকর্ম ব্যবহার করে ফ্যাশন পণ্যের প্রতিষ্ঠান মানাস বাজারে আনতে যাচ্ছে একটি শাড়ি। জানা গেছে, আজ রোববার ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে বিপাশা হায়াতের সঙ্গে মানাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
বিপাশা হায়াত তাঁর ফেসবুকে বিষয়টি জানিয়ে লিখেছেন, ‘আমার সৃষ্টিকর্ম “সক্রেটিসকে আমার ভোট দিলাম” মানাসের শাড়িতে স্থান পাওয়াটা আমার জন্য এক অসাধারণ সম্মান ও গর্বের বিষয়। ফিউচার অব হোপ নামের একটি শিল্প প্রকল্পের অংশ হিসেবে কাজটি করেছিলাম দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে, কোভিড-১৯ মহামারির সময়। কাজটি যখন পরিধেয় শিল্প হিসেবে জীবন্ত হয়ে উঠছে, অনুভূতিটা সত্যিই অনন্য। আমার কাছে মানাস মানেই হলো বিপ্লব, সৃজনশীলতা ও গুণগত উৎকর্ষের প্রতীক। শুরু থেকেই আমি এর একনিষ্ঠ সংগ্রাহক। পৃথিবীর যেকোনো প্রান্তে থাকি না কেন, মানাসের পরিধেয় শিল্প আমার সেই অল্প কয়েকটি বিশেষ সংগ্রহের মধ্যে থাকে, যা আমাকে বারবার অনুপ্রাণিত করে।’
এ প্রকল্পের মূল অনুপ্রেরণা এবং মানাসের প্রতিষ্ঠাতা ফাইজা আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিপাশা বলেন, ‘আমার চোখে তিনি এক আলোকবর্তিকা। তিনি বিদ্রোহী, দূরদর্শী, সহানুভূতিশীল ও দায়িত্ববান একজন মানুষ। আমি এখন আরও অনেক নতুন কিছু ভাবছি, স্বপ্ন দেখছি একসঙ্গে আরও নতুন নতুন ভাবনা নিয়ে কাজ করার। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করি, আমাদের সবার সম্মিলিত দায়িত্ব দেশের ও সমাজের কল্যাণে কিছু করা। আর এ সহযোগিতা কেবল শুরু, আমরা একসঙ্গে আরও অনেক স্বপ্ন বাস্তবায়ন করব।’
জানা গেছে, কাল সোমবার ঢাকা ছাড়ছেন বিপাশা হায়াত। বছরের শেষ দিকে আবার ফিরবেন, এসেই নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করবেন, যেখানে একসঙ্গে থাকবেন তৌকীর আহমেদ। প্রায় ছয় বছর পর এই দুই তারকাকে একসঙ্গে কোনো কাজে পাওয়া যাবে।