
সিরাজগঞ্জ ৩ আসন (রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা) থেকে ৪ বারের এমপি , বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি সিরাজগঞ্জ-৩ আসন থেকে বিপুল সংখ্যক ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ট, জুন ১৯৯৬ সপ্তম ও ২০০১ সালের অষ্টম (পরপর চার বার) জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ গ্রহণ করে পরাজিত হন তিনি। তৎকালীন ব্রিটিশ শাসন আমলের সম্ভ্রান্ত মুসলিম জমিদার কাটার মহল পরগনার প্রতিষ্ঠাতা মুন্সি আব্দুর রহমান তালুকদার এর বংশধর জমিদার ফজলার রহমান তালুকদারের পঞ্চম সন্তান আব্দুল মান্নান তালুকদার ২ মার্চ ১৯৩৬ সালে সিরাজগঞ্জ জেলার ধুবিল ইউনিয়নে জন্মগ্রহণ করেন।
সাবেক এ এমপির প্রথম নামাজে জানাজা আজ বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। এতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের তথা আমার এলাকার কয়েকবারের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবন চত্বরে অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন মাহমুদ টুকু , সাবেক এমপি গোলাম মাহমুদ সিরাজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি নেতা রাকিবুল ইসলাম খান পাপ্পু, ব্যারিস্টার আব্দুল বাতেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খায়রুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
আগামীকাল শনিবার সকাল ৯ টায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ঈদগাহ মাঠে এবং দুপুর ১২ টায় তার নিজ গ্রাম ধুবিল স্কুল মাঠে, বাদ জোহর রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং সর্বশেষ জানাজা বাদ আসর সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজে মাঠে অনুষ্ঠিত হবে।
পরে শহরের মালসাপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে। পরিবার ও দলের পক্ষ থেকে সবাইকে তার নামাজে জানাজায় শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এদিকে তার মৃত্যুতে ফেসবুক পোস্টে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। এদিকে পৃথক বার্তায় রাজশাহী বিভাগ সমিতি, ঢাকার আহবায়ক মীর কমল কাশিম ও সদস্য সচিব নূরনবী সিদ্দিক সুইন জননন্দিত এ নেতার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শেয়ার বিজনেস ২৪,কম/ এনআই/১৮ জুলাই ২০২৫ ইং