ঢাকা   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

গ্রামবাংলা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫১, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ২৩:০০, ১৮ জুলাই ২০২৫

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে পথচারী মন্টু হোসেন (৫২) ও রনি ইসলাম (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ছয়টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রনি ইসলাম তেরাইল গ্রামের পূর্বপাড়ার রতন আলীর ছেলে এবং মন্টু মিয়া ওলিনগর গ্রামের কাতর হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মন্টু মিয়া বাড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মন্টু মিয়া ছিটকে পড়লে চলন্ত একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে। এতে তিনি সড়কের লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এসময় কর্তব্যরত চিকিৎসক মন্টু হোসেনকে মৃত ঘোষণা করেন। 

এই ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক তেরাইল গ্রামের রনি ইসলাম ও মোটরসাইকেল আরোহী ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন। তাদের দুজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রনি ইসলামের মৃত্যু হয়। মোস্তাকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে। 

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পাদন করা হচ্ছে।