
রাজবাড়ীর গোয়ালন্দে বাজার বাসস্ট্যান্ড প্রধান সড়কের পাশে নির্মাণাধীন বাড়ির কাজে বাধা, ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, লোকজন দিয়ে হুমকি ধামকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ গাজী হাকিম, গাজী সাইফুল, গাজী জাহিদের বিরুদ্ধে। শুক্রবার (১৮ জুলাই) সকাল দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভূক্তভোগী মো. জামাল উদ্দিন খান।
লিখিত বক্তব্যে তিনি জানান, পৌর চার নম্বর ওয়ার্ডের বাজার বাসস্ট্যান্ড প্রধান সড়কের পাশে তিনি তার বাড়ি ভেঙে নতুন করে বিল্ডিং করার জন্য পৌরসভায় দরখাস্ত করে কাজ শুরু করেন। তখন থেকেই প্রবাসী গাজী সাইফুল ইসলাম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করেন। এসময় তিনি অননুমোদিত ভবন নির্মাণসহ বিভিন্ন অভিযোগ করেন। তখন পৌর কর্তৃপক্ষ কাজ সাময়িক বন্ধ করে দেয়।
তিনি বলেন, ‘তার বাড়ি যাওয়া আসার জন্য রাস্তা নির্মাণে পৌর কর্তৃপক্ষ মাপার সময় অতিরিক্ত পাঁচ ইঞ্চি জায়গা বেশি ছেড়ে দেই। তারপর ও দেয়াল নির্মােণের সময় বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে রাতের আঁধারে দেয়াল ভেঙে দেয়। শুধু একটি পরিবারের যাওয়া আসার জন্য সাড়ে পাঁচ ফুট রাস্তা রয়েছে, তারা অনৈতিকভাবে আরও রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলে। তিনি সাংবাদিক পরিচয়ে পৌরসভায় অভিযোগ দাখিল করেন। পরবর্তী সময়ে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসতে হয় যে এখানে কোন রাস্তা ছিল না। তাদের হুমকি ধামকিতে আজ নিজের জায়গায় বাড়ি করতে পারছি না। আমরা প্রশাসনের সকল স্তরের সহায়তা চাই।’
এ প্রসঙ্গে গাজী সাইফুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ও আমার পরিবারের সম্মানহানী করতেই এ ধরণের অভিযোগ করা হয়েছে। এ সব অভিযোগের একটিরও কোন প্রকার প্রমাণ দেখাতে পারবে না। তিনি বে-আইনিভাবে ভবন নির্মাণ করছিলেন, তাই পৌর কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছে।’
এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাহিদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার ভবন নির্মাণ যাচাই-বাছাই কমিটি তার নকশাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকায় তার বাড়ি নির্মাণের নকশা অনুমোদন দিয়েছে। তার চলাচলের জন্য রাস্তার যে অভিযোগ ছিল সেটা সর্বশেষ বিএস রেকর্ড অনুযায়ী ওখানে কোন হালোট না থাকায় একটি পরিবার চলাচলের জন্য রাস্তার জায়গা রাখা হয়েছে। তাছাড়া বাড়ি নির্মাণকারী আমাদের কাছে অঙ্গীকার করেছেন পৌরসভার নিয়ম মেনেই ভবন করবেন। তাই পৌরসভার পক্ষ থেকে কোন বাধা নেই।