ঢাকা   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

রজনীকান্তের ট্রেলারেই বাজিমাত, তুমুল উচ্ছ্বাস ভক্তদের

রজনীকান্তের ট্রেলারেই বাজিমাত, তুমুল উচ্ছ্বাস ভক্তদের

বয়স মাত্র ৭৪! নামের ওজনটা যে আগের মতোই আছে, আবারও প্রমাণ করলেন রজনীকান্ত। দক্ষিণ ভারতে তাঁর সিনেমা মুক্তির দিনে অফিস থেকে ছুটি নেওয়ার ধুম পড়ে, টিজার–ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে।

ব্যতিক্রম হলো না এবারও। লোকেশ কঙ্গরাজ গত কয়েক বছর ধরে দক্ষিণের সবচেয়ে আলোচিত নির্মাতাদের একজন। তাঁর নতুন সিনেমায় আবার আছেন রজনীকান্ত; আলোচনা হতে আর কী চাই। গতকাল রাতে এসেছে এই নির্মাতা–নায়ক জুটির সিনেমা ‘কুলি’র ট্রেলার, অনুমিতভাবেই ধুন্ধুমার পড়ে গেছে অন্তর্জালে।

ভিজ্যুয়াল, অ্যাকশন আর তারকাদের উপস্থিতি নিয়ে মুক্তি পেয়েছে ৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারটি। স্বর্ণ পাচারের পটভূমিতে গড়ে উঠেছে এ ছবির গল্প, যেখানে এক ‘কুলি’র অতীত আর বর্তমানের টানাপোড়েনে দেখা মিলবে রজনীকান্তের দুর্দান্ত রূপ।

ট্রেলার শুরু হয় এক মনোলগ দিয়ে—‘কারও জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়।’ এখান থেকেই তৈরি হয় থ্রিল আর রহস্যের আবহ। এরপর একে একে হাজির হন চরিত্ররা। ছবিতে অল্প সময়ের জন্য দেখা মেলে আমির খানের। এরপর একঝলকে ক্যামেরার ফ্রেমে ধরা দেন দক্ষিণী তারকা নাগার্জুনা ও সত্যরাজ। সবার মাঝে এক অদৃশ্য যোগসূত্র—একজন ‘কুলি’।

ট্রেলারে এক চরিত্র জানায়, ১৪ হাজার কুলির মাঝে একজন নির্দিষ্ট কুলিকে খুঁজছে সে। ঠিক তখনই বাজতে থাকে অনিরুদ্ধ রবিচন্দ্রনের সুর, আর আবির্ভূত হন রজনীকান্ত—প্রাক্তন স্বর্ণ পাচারকারী, যিনি নিজের হারানো গৌরব ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ।
ট্রেলার শেয়ার করে এক্সে এক ভক্ত লিখেছেন, ‘রজনীকান্ত বোঝালেন তিনি এখনো ফুরিয়ে যাননি। এই বয়সেও এমন পারফরম্যান্স!’ আরেক ভক্ত লিখেছেন, ‘লোকেশ আর রজনীকান্ত যখন একসঙ্গে হন, কী হতে পারে সেটারই আভাস পাওয়া গেল।’

প্রায় সাড়ে তিন শ কোটি রুপি বাজেটের সিনেমাটির শুটিং শুরু হয় গত বছরের ৫ জুলাই। শেষ হয় চলতি বছরের ১৭ মার্চ। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। রজনীকান্ত ছাড়াও ছবিতে রয়েছেন আমির খান, নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ ও শ্রুতি হাসান।