ঢাকা   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

এপিইউবি-এর নতুন কমিটি 

সবুর খান চেয়ারম্যান,  ইশতিয়াক আবেদিন সেক্রেটারি জেনারেল

শিক্ষা

নূরনবী সিদ্দিক সুইন

প্রকাশিত: ১০:০৭, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ১০:০৯, ১৮ জুলাই ২০২৫

সবুর খান চেয়ারম্যান,  ইশতিয়াক আবেদিন সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাহী কমিটি নির্বাচন বৃহঃপতিবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান এপিইউবি-এর চেয়ারম্যান নির্বাচিত হন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির বেনজির আহমেদ ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কে.বি.এম. মইন উদ্দিন চিশতি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের ইশতিয়াক আবেদিন সেক্রেটারি জেনারেল, এবং সাউথইস্ট ইউনিভার্সিটির মো. রেজাউল করিম জয়েন্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কায়ুম রেজা চৌধুরী ট্রেজারার নির্বাচিত হন।

নতুন নির্বাহী কমিটির সদস্যবৃন্দ হলেন: সাদাফ সাজ সিদ্দিকী (ব্র্যাক ইউনিভার্সিটি),ফারুক হাসান (বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি), কাজী জাহেদুল হাসান (সেন্ট্রাল উইমেন’স ইউনিভার্সিটি), লুৎফে এম আয়ুব (চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি), নওশাদ শামসুল আরেফিন (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), আবুল কাসেম হায়দার (ইস্টার্ন ইউনিভার্সিটি), শফায়েত কবির চৌধুরী (ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি), দিদার এ. হোসেন (ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ), মো. আশরাফ আলী (প্রাইম ইউনিভার্সিটি), ড. মো. মহবুবুর রহমান (স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ), মোস্তফা কামাল (দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ), ড. কাজী আনিস আহমেদ (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) এবং হাফিজুর রহমান খান (বরেন্দ্র ইউনিভার্সিটি)।

নবনির্বাচিত কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চশিক্ষার অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করা এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

এনআই/ ১৭ জুলাই ২০২৫