
জন্মদিনের একদিন আগেই ‘গলায় ফাঁস’ লাগিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে কক্সবাজারে। এবারের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হওয়ায় এই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয়রা জানিয়েছে, প্রিয়তম রুদ্র নামের এই শিক্ষার্থীর শুক্রবার ( ১১ জুলাই ) ১৭ তম জন্মদিন। এবারের এসএসসি পরীক্ষায় সে দুই বিষয়ে ফেল করে। এতে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে সে অকৃতকার্য হয়।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের রুদ্র পাড়ায় এ ঘটনা ঘটেছে।
আত্মহত্যাকারি প্রিয়তম রুদ্র (১৭) একই এলাকার কাঞ্চন রুদ্রের ছেলে। সে স্থানীয় খুরুশকূল উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। তারা দুই ভাই-বোন।
কাঞ্চন রুদ্র বলেন, তার ছেলে কেন এমন করেছে সেটা সত্যি জানি না। দুপুরে তিনি, স্ত্রী ও ছেলে একসাথে মিলে খাবার খান। খাবার শেষে টিভিতে খবর দেখছিলেন। ওই সময়ে প্রিয়তম তার স্থানীয় এক সহপাঠীর বাসায় ছিলো।
“ পরে ঘরে আসলে রুদ্র’কে বলি তোমার মামা ফোন করে জানিয়েছে, তুমি নাকি দুই বিষয়ে খারাপ করেছো। সেটা শোনার পর প্রিয়তম তার মাকে ফোনে কল দিবে বলে বাইরে চলে যায়। আমি অফিসে চলে আসি, আর কিছু জানি না। ”
হতভাগ্য বাবা বলেন, “ অফিসে পৌঁছার ২০ থেকে ৩০ মিনিট পর আমার এক বোন কল করে জানায়, ঘরের দরজা জানালা সব ভিতর থেকে আটকানো। অনেক ডাকডাকি করেও প্রিয়তমের কোন সাড়াশব্দ নেই এবং দরজাও খুলছে না। “
কাঞ্চন জানান, বিষয়টি জানার পর তিনি দ্রুত বাড়ী ফিরে যান।পরে দরজা না খোলায় ঘরের ছালের টিন কেটে ভিতরে ঢুকেন। এরপর দরজা খুলে দিলে স্বজনরা দেখেন সিলিং ফ্যান সাথে ওড়না প্যাঁচানো অবস্থা ঝুলে আছে প্রিয়তম। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় স্টেশনের চিকিৎসকের কাছে গেলে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান জানান, এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে।