ঢাকা   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জেড ক্যাটাগরি ও কম শেয়ারধারী কোম্পানিতে বাধ্যতামূলক ’স্বতন্ত্র পরিচালক’ নিয়োগের নির্দেশনা

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৩৩, ২৮ মে ২০২৫

জেড ক্যাটাগরি ও কম শেয়ারধারী কোম্পানিতে বাধ্যতামূলক ’স্বতন্ত্র পরিচালক’ নিয়োগের নির্দেশনা

শেয়ারবাজারে সুশাসন নিশ্চিত ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আরও একটি জোরালো পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার জেড ক্যাটাগরিভুক্ত কোম্পানি এবং যেসব প্রতিষ্ঠানে উদ্যোক্তা ও পরিচালকরা সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ, সেসব কোম্পানিতে ‘স্বতন্ত্র পরিচালক’ নিয়োগ বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা-পরবর্তী এক বিজ্ঞপ্তিতে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, কর্পোরেট গভার্নেন্স কোড, ২০১৮ অনুযায়ী এসব কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে হবে।

বিএসইসি মনে করে, এই উদ্যোগ দুর্বল কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করবে। একইসঙ্গে, এটি শেয়ারবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাও ফিরিয়ে আনবে। কমিশনের পর্যবেক্ষণে দেখা গেছে, অনেক কোম্পানি বছরের পর বছর তালিকাভুক্ত থাকলেও ব্যবসা পরিচালনায় অকার্যকর ও অবহেলাপূর্ণ আচরণ করছে, যা বিনিয়োগকারীদের জন্য আর্থিক ঝুঁকি তৈরি করেছে।

বিশ্লেষকরাও মনে করছেন, বিএসইসির এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং বাজারে পেশাদার ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তুলবে। একই সঙ্গে কোম্পানিগুলো কর্পোরেট গভার্নেন্স চর্চায় আরও মনোযোগী হবে এবং দায়বদ্ধতা প্রতিষ্ঠায় উৎসাহ পাবে।

এই সিদ্ধান্তকে শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্বল পারফরম্যান্সের কোম্পানিগুলোর সংস্কারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।