ঢাকা   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ফাজিল-কামিলের পাঠ্যক্রমে আসছে বড় পরিবর্তন: ইআবি উপাচার্য

ফাজিল-কামিলের পাঠ্যক্রমে আসছে বড় পরিবর্তন: ইআবি উপাচার্য

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল স্তরের শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম। ১৮ মে, রবিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন।

উপাচার্য বলেন, “আমরা মাদরাসা শিক্ষায় সংস্কার আনতে চাই। কারিকুলাম এমনভাবে তৈরি করছি যেন একজন শিক্ষার্থী কেবল ভালো আলেম নয়, পাশাপাশি আধুনিক জ্ঞানেও সমৃদ্ধ হতে পারে।” তিনি আরও বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও কর্মমুখী শিক্ষায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ চলছে।

সেশনজট প্রসঙ্গে আশাবাদী হয়ে তিনি জানান, “সেশনজট সমস্যা অনেকটাই কেটে গেছে। আগামী এক বছরের মধ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে আর কোনো সেশনজট থাকবে না।”

এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আল হাদিস বিভাগের অধ্যাপক ও আইইইআরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম এবং সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাকিব রিফাত।

ইসলামি শিক্ষায় আধুনিকতা ও সময়োপযোগী পরিবর্তনের এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।