ঢাকা   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সুখবর বিনিয়োগকারীদের জন্য: সিসিএ সুদের ২৫% যাবে প্রটেকশন ফান্ডে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ২৮ মে ২০২৫

সুখবর বিনিয়োগকারীদের জন্য: সিসিএ সুদের ২৫% যাবে প্রটেকশন ফান্ডে

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আর্থিক নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে ব্রোকারেজ হাউজের মাধ্যমে পরিচালিত সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে অর্জিত সুদের ২৫ শতাংশ ‘স্টক এক্সচেঞ্জ ইনভেস্টরস প্রটেকশন ফান্ড’-এ জমা দিতে হবে।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা-পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম এই তথ্য জানান।

বিনিয়োগকারীদের অব্যবহৃত অর্থ ব্যাংকে জমা রেখে ব্রোকাররা যে সুদ পেতেন, এতদিন তা পুরোপুরি নিজেদের খাতে রাখতেন। নতুন নির্দেশনায়, ওই সুদের এক-চতুর্থাংশ জমা দিতে হবে বিনিয়োগকারী সুরক্ষা তহবিলে, আর বাকি ৭৫ শতাংশ ব্যবহার করতে পারবেন নিজেরা।

বিএসইসির মতে, এই তহবিল ভবিষ্যতে বাজারে কোনো অনিশ্চয়তা বা বিপর্যয়ের সময় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আংশিক সুরক্ষায় ব্যবহৃত হবে। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং বাজারে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

বিশ্লেষকরাও মনে করছেন, এই সময়োপযোগী সিদ্ধান্ত শেয়ারবাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করবে, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে।