ঢাকা   বুধবার ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ 

কর্পোরেট

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:১২, ২৭ মে ২০২৫

সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ 

`ব্রেকিং অ্যাটিচ্যুডিনাল ব্যারিয়ার্স: ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজএবিলিটিজ’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৩-২৫ মে পর্যন্ত ঢাকার লেকশোর হাইটসে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্যাংক পেশাজীবীদের জন্য এ প্রশিক্ষণ আয়োজন করে যৌথভাবে- মনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, টিম ইনক্লুশন বাংলাদেশ এবং প্রাইম ব্যাংক পিএলসি.।

ব্যাংকিং খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বাড়ানো এবং অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। টিম ইনক্লুশন বাংলাদেশের নেতৃত্বে অংশগ্রহণকারীদের মাঝে প্রতীকী পদক্ষেপের পরিবর্তে কার্যকর ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বার্তা দেওয়া হয়।

প্রশিক্ষণ চলাকালে ইন্টারঅ্যাকটিভ সেশন, বাস্তব পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং দলগত কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের আরও ভালোভাবে ব্যাংকিং সেবা দেওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। অঙশগ্রহণকারীরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের বিষয়ে নতুন ভাবে জানাতে পেরেছেন এবং আগামীতে আরও ভালো সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সবার জন্য আরও সহজ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করে প্রাইম ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রাইম ব্যাংক পিএলসি-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বলেন, ‘এই প্রশিক্ষণ আমাদের কর্মীদের দৈনন্দিন কার্যক্রমে আরও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করবে। এই উদ্যোগ মূলত প্রতিটি সেবায় অন্তর্ভুক্তিমূলকতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা এমনসব পণ্য ও সেবা নিয়ে কাজ করছি, যা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রয়োজন পূরণ করছে।’

এই উদ্যোগ ব্যাংকিং খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ সৃষ্টি, সবার জন্য আর্থিক সেবা নিশ্চিতকরণ এবং মানসিকতা পরিবর্তনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।