ঢাকা   বুধবার ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বিনোদন

আষাঢ়ে চমৎকার এক সাহিত্য-সাংস্কৃতিক সম্মিলন 

আষাঢ়ে চমৎকার এক সাহিত্য-সাংস্কৃতিক সম্মিলন 

গত ৪ জুলাই, ২০ আষাঢ়। মানে বিদ্যাপতির `এ ভরা বাদর, মাহ ভাদর` ভরা বর্ষা। আকাশ ঘন ঘোর কালো মেঘে ঢাকা। আর বিশিষ্ট শিল্পী শীলা মোমেন যখন নিবেদিত গলায় গাইছিলেন `আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে.. `তখন কিন্তু আকাশ ভেঙে তুমুল বৃষ্টি প্রকৃতিতে। যদিও বা সেদিন একটি একেবারেই অনাড়ম্বর একদম ঘরোয়া অথচ সরস আর প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা ছিল, কিন্তু কবি লেখক, গায়ক গায়িকা, গবেষক, শিক্ষক, আলোকচিত্রী, চারুশিল্পী, সাংবাদিসহ রকমারি নান্দনিক পেশাজীবীর প্রাণবন্ত উপস্থিতিতে এই অনুষ্ঠান একেবারেই ব্যতিক্রমী আমেজে অনবদ্য হয়ে উঠে। আর সব চেয়ে মজার বিষয় হলো উপস্থিত সকলেই কিন্তু এক পরিবারের সদস্য। চট্টগ্রামের আলম পরিবার এক নামেই যার পরিচিতি।

বিনোদন থেকে আরও খবর