ঢাকা   মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি” : প্রধান উপদেষ্টা

প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি” : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে। তোমাকে কেউ ভুলে যাবে না।” শনিবার (২০ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজা শুরুর আগে আবেগঘন বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবেগে কণ্ঠ ভারী হয়ে এলে ড. ইউনূস বলেন, “প্রিয় হাদি, আমরা তোমাকে ভুলব না—কেউই ভুলবে না। আজ আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি। তুমি যে আদর্শ ও মন্ত্র রেখে গেছ, তা ধারণ করেই আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার লড়াই চালিয়ে যাব।” তাঁর কথায় শোকের মাঝেও দৃঢ় প্রত্যয়ের প্রতিফলন দেখা যায়।

প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদির দেখানো পথেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। তাঁর রেখে যাওয়া আদর্শ মানুষকে পথ দেখাবে এবং নতুন প্রজন্ম সেই আদর্শ বয়ে নিয়ে চলবে। “কেউ তোমাকে ভুলে যাবে না—বরং তোমার মন্ত্রই হয়ে উঠবে আমাদের চলার শক্তি,” বলেন তিনি।

জানাজার মাঠজুড়ে তখন নীরবতা ও শোকের আবহ নেমে আসে। প্রধান উপদেষ্টার বক্তব্যে উপস্থিত হাজারো মানুষের চোখে জল আসে, আর শোকের মাঝেও হাদির আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার স্পষ্ট হয়ে ওঠে।