
ওটিটি দুনিয়ায় মোশাররফ করিম মানেই ভরসা, মানেই ব্যতিক্রমী চরিত্রে জীবন্ত অভিনয়। তবে এবার তিনি আসছেন একেবারে নতুন রূপে—একজন ট্রাকচালক আব্বাস হিসেবে। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তির অপেক্ষায়। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং, এবার আনুষ্ঠানিক ঘোষণা দিল হইচই। শিগগিরই প্ল্যাটফর্মটিতে দেখা যাবে সিরিজটি।
গম্ভীর, জটিল চরিত্রে অভ্যস্ত মোশাররফ করিম এবার আসছেন কমেডি ঘরানার গল্পে। পরিচালক অমিতাভ রেজার সঙ্গে এটিই তাঁর প্রথম বড় পরিসরের কাজ। অভিনেতা নিজেও চরিত্র ও গল্পে মুগ্ধ হয়ে যুক্ত হয়েছেন এই সিরিজে। বলেন, ‘দর্শক এখানে একদম নতুন কিছু দেখতে পাবেন। আব্বাস চরিত্রটা আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা।’
সিরিজে মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করেছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। প্রতিটি নারী চরিত্রই ভিন্ন ভিন্ন মাত্রা ও ব্যক্তিত্বে উপস্থাপিত হয়েছে, যা সিরিজটির বৈচিত্র্যকে বাড়িয়ে দিয়েছে।
রুনা খান এখানে অভিনয় করেছেন এক গরম মেজাজের, আত্মবিশ্বাসী নারীর চরিত্রে—যা তাঁর আগের কাজগুলোর তুলনায় অনেক আলাদা। তানজিকা আমিন নিজস্ব স্বভাবের বিপরীত এক চরিত্রে হাজির হচ্ছেন, মৌসুমী হামিদ হয়েছেন নারী মৌয়াল, আর সাদিয়া আয়মানকে দেখা যাবে এক চঞ্চল তরুণীর ভূমিকায়। জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টির মতো অভিনয়শিল্পীরা এই সিরিজে তুলে এনেছেন নতুন নতুন আবেগ, বৈচিত্র্য ও প্রাণ।
পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘আব্বাসের জীবন, ভালোবাসা আর বিভ্রান্তির মধ্যকার কৌতুকপূর্ণ টানাপড়েনকে তুলে ধরাই ছিল আমার উদ্দেশ্য। এতে আছে রোড অ্যাডভেঞ্চার, জীবনের রঙিন ও বৈচিত্র্যময় মুহূর্ত, এবং সবচেয়ে বড় কথা—একটা আবেগী যাত্রা।’
দর্শকদের জন্য তাই ‘বোহেমিয়ান ঘোড়া’ শুধু একটি সিরিজ নয়, বরং হয়ে উঠতে পারে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। ওটিটি দর্শকেরা এখন অধীর অপেক্ষায় রয়েছেন ট্রাকচালক আব্বাসের জীবনের হাসি-কান্না আর দুরন্ত যাত্রার সাক্ষী হওয়ার জন্য।