
দেশের শেয়ারবাজারকে শক্তিশালী ও টেকসই করতে ৫ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ রোববার তাঁর বাসভবন ‘যমুনা’-তে শেয়ারবাজারসংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই দিকনির্দেশনা দেন তিনি।
প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনার মধ্যে রয়েছে—
১. বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেসব কোম্পানিকে দ্রুত শেয়ারবাজারে আনার ব্যবস্থা করা।
২. বেসরকারি খাতের ভালো ও বড় কোম্পানিকে প্রণোদনা দিয়ে পুঁজিবাজারে আনতে উদ্যোগ নেওয়া।
৩. বাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ দল এনে তিন মাসের মধ্যে সংস্কার সম্পন্ন করা।
৪. পুঁজিবাজার–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যেসব কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়ম–দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।
৫. বড় কোম্পানিগুলো যাতে ব্যাংকঋণের পরিবর্তে বন্ড বা শেয়ার ছেড়ে বাজার থেকে পুঁজি সংগ্রহে উৎসাহী হয়, সে জন্য কার্যকর উদ্যোগ নেওয়া।
গত আগস্টে অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রধান উপদেষ্টার নেতৃত্বে শেয়ারবাজার নিয়ে উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের তাঁর দেওয়া ৫ নির্দেশনার বিষয়ে অবহিত করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।