ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পারমাণবিক উত্তেজনার মাঝেও শান্তির পথে: ভারত–পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি

বিশেষ প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪৯, ১০ মে ২০২৫

সর্বশেষ

পারমাণবিক উত্তেজনার মাঝেও শান্তির পথে: ভারত–পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি

দীর্ঘ উত্তেজনার পর অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান। আজ শনিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এ সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন।”

ট্রাম্পের ঘোষণার পরপরই বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স হ্যান্ডলে বলেন, পাকিস্তান সবসময়ই শান্তির পক্ষে, তবে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার ব্যাপারে কোনো আপস করবে না। অন্যদিকে দিল্লিতে আয়োজিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তার সঙ্গে ফোনালাপে স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের হামলা বন্ধে দুই দেশ ঐকমত্যে পৌঁছায়। এই সিদ্ধান্ত কার্যকর করতে উভয় পক্ষই সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশনা দিয়েছে।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২৬ এপ্রিলের প্রাণঘাতী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। ভারত পাকিস্তানের ওপর হামলার পেছনে মদদদানের অভিযোগ তোলে, যা ইসলামাবাদ নাকচ করে। এরপর একের পর এক পাল্টা হামলায় দুই দেশ সরাসরি সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভারত ‘অপারেশন সিঁদুর’ চালালে পাকিস্তান পাল্টা ঘোষণা দেয় ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’-এর।

এমন সংকটময় সময়ে ট্রাম্পের ঘোষণায় এক নতুন আশার সঞ্চার হয়েছে বিশ্বজুড়ে, বিশেষ করে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য যা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।

সর্বশেষ