ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিপাকে নভোএয়ার: ফ্লাইট বন্ধ, ভবিষ্যত অনিশ্চিত

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:০২, ২ মে ২০২৫

বিপাকে নভোএয়ার: ফ্লাইট বন্ধ, ভবিষ্যত অনিশ্চিত

দেশের জনপ্রিয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার হঠাৎ করেই তাদের সব ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। শুক্রবার, ২ মে থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীর অভ্যন্তরীণ রুটগুলোতে আর কোনো ফ্লাইট পরিচালিত হচ্ছে না। যাত্রী সংকট ও ব্যবসায়িক চাপের মধ্যে পড়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র জানিয়েছে, নভোএয়ার তাদের বহরে থাকা পাঁচটি এটিআর উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়া শুরু করেছে, যার ইন্সপেকশন ইতোমধ্যেই শুরু হয়েছে। সংস্থাটির আশা, এই প্রক্রিয়া চলতি মাসেই শেষ হবে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকেই কলকাতাগামী একমাত্র আন্তর্জাতিক রুটও বন্ধ করে দেয় নভোএয়ার।

যেসব যাত্রী আগেই টিকিট কেটেছিলেন, তাদেরকে সম্পূর্ণ রিফান্ড দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যদিও ২০ এপ্রিল টিকিট বিক্রি বন্ধ করে পুনরায় চালু করা হয়েছিল, তবে ২ মে থেকে আবারো তা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। অনলাইনে টিকিট কেনার সুবিধাও এখন নিষ্ক্রিয়।

এর আগে সংস্থাটি জানিয়েছিল, তারা এয়ারবাসসহ নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। কিন্তু বৈশ্বিক সংকট, বিমানের লিজ ঘাটতি, এবং বড় এয়ারলাইনগুলোর প্রতিযোগিতার মুখে পড়ে নভোএয়ার নিজেই টিকে থাকার লড়াইয়ে রয়েছে। এখন পর্যন্ত নতুন কোনো বিনিয়োগকারীও নিশ্চিত করতে পারেনি তারা। আলোচনা চললেও চূড়ান্ত কিছু হয়নি।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানান, নতুন বিনিয়োগকারী পেলে প্রতিষ্ঠানটির উড়োজাহাজ বিক্রি করা হবে না এবং ফ্লাইট কার্যক্রমও চালু থাকবে। অন্যথায়, ফ্লাইট কার্যক্রম তিন মাসের জন্য বন্ধ রাখতে হবে। তবে এই সময় কর্মী ও কর্মকর্তাদের নিয়মিত বেতন প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে নভোএয়ার উড়োজাহাজ ও অবকাঠামোতে ৬০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। তবে ২০১৮-১৯ অর্থবছর ব্যতীত সংস্থাটি প্রতি বছরই লোকসানে চলছে। মহামারির ধাক্কা, ইউক্রেন যুদ্ধজনিত জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ বাজার সংকোচনের কারণে প্রতিষ্ঠানটি এখন টিকে থাকার চরম লড়াইয়ে।

নভোএয়ারের ভবিষ্যৎ এখন মূলত নির্ভর করছে—নতুন বিনিয়োগ আসবে কিনা, তার ওপর।