
পুঁজিবাজারে ধস, বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে যাচ্ছে—এমন প্রেক্ষাপটে সাহসী কণ্ঠস্বর হয়ে উঠলেন রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌসী পলি। তিনি স্পষ্টভাবে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন—পুঁজিবাজারে আস্থা ফেরাতে এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ ও নীতিগত সহায়তা।
ঘটনার পটভূমি:
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এফবিসিসিআইয়ের পরামর্শক কমিটির ৪৫তম সভা। সেই সভায় অংশ নিয়ে আনোয়ারা ফেরদৌসী পলি গুরুত্বের সঙ্গে পুঁজিবাজারের কথা তুলে ধরেন।
তিনি কী বললেন?
পলি বলেন, “উদ্যোক্তারা যেন মূলধন সংগ্রহের জন্য কেবল ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভর না করতে হয়, সে জন্য পুঁজিবাজারের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। এজন্য প্রয়োজন যথাযথ নীতি ও সহায়তা।”
এছাড়াও নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে তিনি বলেন, “বিনিয়োগে নারীদের আরও এগিয়ে আনতে হলে এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে সুদের হার স্থিতিশীল রাখা অত্যন্ত জরুরি।”
পলির প্রস্তাবের গুরুত্ব:
বর্তমান অর্থনীতিতে ব্যাংকিং খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিকল্প উৎস হিসেবে পুঁজিবাজারকে কার্যকর করতে হলে শুধু আর্থিক প্রণোদনা নয়, প্রয়োজন বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফেরানো। পলির বক্তব্য তাই সময়োপযোগী ও বাস্তবভিত্তিক।
উপসংহার:
আনোয়ারা ফেরদৌসী পলির এমন আহ্বান শুধু এক উদ্যোক্তার কণ্ঠ নয়—এটি দেশের হাজারো নারী উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বাজার সংশ্লিষ্টদের প্রত্যাশার প্রতিধ্বনি। এখন দেখার বিষয়, সরকার এই প্রস্তাব কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।