ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শৈত্যপ্রবাহের ছোঁয়া: উত্তরবঙ্গে শীতের কাঁপুনি:তাপমাত্রা আরো কমবে!

জাতীয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৩, ২৪ জানুয়ারি ২০২৫

শৈত্যপ্রবাহের ছোঁয়া: উত্তরবঙ্গে শীতের কাঁপুনি:তাপমাত্রা আরো কমবে!

দেশজুড়ে শীতের দাপট ক্রমেই বাড়ছে। শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল আকাশ। কুয়াশা কাটলেও শীতের কামড় যেন আরও তীব্র হচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের দুটি জেলায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যেখানে তাপমাত্রা নেমেছে এক অঙ্কের ঘরে।

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড:

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে, মাত্র ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনও এই জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে, যা শীতের তীব্রতাকে আরও স্পষ্ট করছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

আরও শীতের পূর্বাভাস:

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, আগামীকাল তাপমাত্রা আজকের মতোই থাকতে পারে। তবে রোববার থেকে তাপমাত্রা আরও কমতে শুরু করবে। এ অবস্থা চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।

তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম:

শীতের এই পর্যায়ে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানুয়ারির মাঝামাঝি এবং ফেব্রুয়ারির শুরুতেও শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার নজির রয়েছে। তবে চলতি মাসে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর শীতের তীব্রতা কিছুটা কম।

ঢাকায় শীতের অনুভূতি:

রাজধানী ঢাকাতেও শীতের ছোঁয়া স্পষ্ট। আজ নগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য কম।

শীতের এই দফা কি এবারই শেষ হবে, নাকি আরও তীব্র শীতের অপেক্ষা? ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাই এখনই গরম কাপড় তুলে রাখার সময় আসেনি!

শীতের সকাল উপভোগ করুন, তবে সতর্ক থাকুন শীতজনিত অসুস্থতা থেকে।

শেয়ার বিজনেস24.কম