ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৪০, ৩০ মে ২০২৩

শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেশের শেয়ার বাজার বিটের সাংবাদিকদের সংগঠন শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিব হাসান ও তৃষ্ণা হোমরায় তন্বী।

গতকাল ২৯ মে ঢাকার গুলশান নর্থ ক্লাবে সংগঠনটির এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহ–সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো: সানি আহম্মেদ এবং রাজিব জামান। এছাড়া যুগ্ম সম্পাদক বাবু কামরুজ্জামান ও হাসান কবির জনি, সাংগঠনিক সম্পাদক রহমান রনো, সহ সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ বাবলী ইয়াসমিন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সুজন, প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে স্বপ্ন রোজ দায়িত্ব পালন করবেন।

এদিকে কার্য নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন শামীম আল মাসুদ, মাহমুদ হোসাইন, শারমিন মীরা, শাহিনুর রহমান,তরিক ইসলাম, তারেকুজ্জামান এবং সাইফুল ইসলাম।

শেয়ার বিজনেস24.কম