facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৬ মে সোমবার, ২০২৪

Walton

শেয়ারবাজারে বেড়েছে দেশি-বিদেশি বিনিয়োগকারী


১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার, ১০:০৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজারে বেড়েছে দেশি-বিদেশি বিনিয়োগকারী

শেয়ারবাজারে মন্দাভাব বিরাজ করলেও নতুন বছরে (২০২৩ সাল) দেশি ও বিদেশি উভয় বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। চলতি বছরের প্রথম দেড় মাসে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা বেড়েছে সাড়ে পাঁচ হাজারের ওপরে।

এসব নতুন বিনিয়োগকারীদের মধ্যে যেমন পুরুষ বিনিয়োগকারী রয়েছেন, তেমনি নারী বিনিয়োগকারীও আছেন। এমনকি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে। তবে বিদেশি বিনিয়োগকারীদের তুলনায় দেশি বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব বেড়েছে অনেক।

সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল)- এর তথ্য অনুযায়ী, ২০২২ সাল শেষে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা ছিল ১৮ লাখ ৬১ হাজার ৩০১টি, যা বেড়ে এখন (১৩ ফেব্রুয়ারি) দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৬ হাজার ৮২৩টিতে। অর্থাৎ ২০২৩ সালের প্রথম দেড় মাসে ৫ হাজার ৫২২টি বিও হিসাব বেড়েছে।

সিডিবিএল’র তথ্য অনুযায়ী, বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ১৩ লাখ ৯৪ হাজার ২১৪টি। ২০২২ সাল শেষে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৮৯ হাজার ৮৯০টি। অর্থাৎ দেড় মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব ৪ হাজার ৩২৪টি বেড়েছে।

বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৭৯টি। ২০২২ সাল শেষে এই সংখ্যা ছিল ৪ লাখ ৫৫ হাজার ২৪টি। এ হিসাবে দেড় মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১ হাজার ৫৫টি।

দেড় মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৪৩টি। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৬ হাজার ৫৩০টি। ২০২২ সাল শেষে এই সংখ্যা ছিল ১৬ হাজার ৩৮৭টিতে।

এদিকে ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৭ লাখ ৮৭ হাজার ৫৭টি। যা ২০২২ সাল শেষে ছিল ১৭ লাখ ৮১ হাজার ৭৯৭টি। অর্থাৎ দেড় মাসে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৫ হাজার ২৯০টি।

অপরদিকে বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ৬৩ হাজার ২৩৬টি। ২০২২ সাল শেষে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬৩ হাজার ১১৭টিতে। অর্থাৎ দেড় মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১১৯টি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: