
"শরীয়তপুরে ফোরলেন সড়কের কাজ চলমান। বিআরটিসি বাসও চলবে। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। আমি বিআরটিসি`র চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই এই রুটে বিআরটিসি বাস চালু হবে"। এই কথা গুলো বলেছেন শরীয়তপুর-১ আসনের সাংসদ ও আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য জননেতা ইকবাল হোসেন অপু।
বুধবার (২৯ জুন) রাত সাড়ে ৮টায় শরীয়তপুরের চৌরঙ্গীতে অবস্থিত তার ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
অপু বলেন, "বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের উন্নয়নের মহারাণী। তার একক নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তার সততা ও সাহসিকতার কারণেই আজ পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। আর পদ্মা সেতুর চালুর সঙ্গে সঙ্গে শরীয়তপুরের মানুষ সড়কের সুফল না পাওয়ায় আমি ব্যক্তিগত ভাবে ব্যথিত। পদ্মা সেতুর প্রথম থেকে উদ্যোগ নিলে আগেই রাস্তা হয়ে যেত। আগে উদ্যোগ নেয়া হয়নি"।
তিনি আরও বলেন, "সাময়িক কষ্টের জন্য শরীয়তপুরের মানুষের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আস্থা রাখুন, কাজ দ্রুত শেষ হবে। নির্ঘিঘ্নে শরীয়তপুর যেতে পারবেন। আমিও এই জনপদের সন্তান। আমি এখানেই বসবাস করি। এই সড়ক দিয়েই আমি যাতায়াত করি। শরীয়তপুর-ঢাকা রুটেও বিআরটিসির বাস চলবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে"।
অপু বলেন, "আমি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাককে নিয়ে ফোরলেন সড়কের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি। কোভিডের মধ্যেও টেন্ডার হয়েছে, ভূমি অধিগ্রহণ হয়েছে। আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি, কাজ চলমান আছে, খুব শীঘ্রই শরীয়তপুরবাসী এর সুফল পাবেন ইনশাল্লাহ।’
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট আলমগীর মুন্সী, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান প্রমুখ।
শেয়ার বিজনেস24.কম