ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লোকসানে পেটিএম ছাড়ল বাফেটের কম্পানি

অর্থ ও বাণিজ্য

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৭, ২৯ নভেম্বর ২০২৩

লোকসানে পেটিএম ছাড়ল বাফেটের কম্পানি

পেটিএমের মূল কম্পানি ওয়ান৯৭ কমিউনিকেশনস থেকে সরে দাঁড়াল মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেটের কম্পানি বার্কশেয়ার হেথাওয়ে। প্রায় ৪০ শতাংশ লোকসান দিয়ে গত শুক্রবার কম্পানিটি তার হাতে থাকা বাকি শেয়ার বিক্রি করে দেয়। ২০১৮ সালে ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠান পেটিএমে ২৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে। এতে আর্থিক সেবা স্টার্টআপটির ৩ শতাংশ শেয়ারের মালিকানা পায়।

কম্পানির মোট মূল্য ধরা হয় তখন ১০ বিলিয়ন ডলার। বিনিয়োগ প্রতিষ্ঠানটি ২০২১ সালে পেটিএমের ৩৬ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে। তখন তা লাভেই বিক্রি করেছিল। কিন্তু গত শুক্রবার বিক্রি করা হয় বাকি ১২১.৬ মিলিয়ন ডলারের শেয়ার।

যাতে বড় অঙ্কের লোকসান দেয়। স্থানীয় স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী বার্কশেয়ার তার ২৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ বিক্রি করে রিটার্ন পেয়েছে ১৬০ মিলিয়ন ডলারেরও কম। ভারতে পেটিএমেই ছিল বার্কশেয়ার হেথাওয়ের প্রথম সরাসরি স্টার্টআপ বিনিয়োগ। এই প্রতিষ্ঠানটির পাশাপাশি পেটিএমে আরো বিনিয়োগ করেছে আলিবাবা, সফটব্যাংক ও টি রাও প্রাইস।

পেটিএমের মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল লেনদেন ছাড়াও ঋণগ্রহণ ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

শেয়ার বিজনেস24.কম