ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লভ্যাংশ ঘোষণা দিলো ৫ কোম্পানি

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৩

লভ্যাংশ ঘোষণা দিলো ৫ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি সদ্য সমাপ্ত অর্থছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হল- ই-জেনারেশন, বিবিএস ক্যাবলস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এপেক্স ফুটওয়্যার।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না।

সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ১ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৬৫ পয়সা আয় করেছিল।

গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৭০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না।

এপেক্স ফুটওয়্যার: কোম্পানিটি গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৩৫ শতাংশ হচ্ছে নগদ লভ্যাংশ। আর বাকী ১০ শতাংশ বোনাস।

ই-জেনারেশন: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪৫ হয়েছে। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৪৩ পয়সা।

গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৫০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।

বিবিএস ক্যাবলস: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের অর্থবছরেও শেয়ার প্রতি ৩ টাকা ৮১ পয়সা আয় ছিল।

কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২ টাকা ৯৯ পয়সা।

আগামী ২৩ নভেম্বর, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।

শেয়ার বিজনেস24.কম