ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মিনিটে ৩০ কোটি! নেইমারের মাঠের বাইরে বসেই আয়ের চমকপ্রদ কাহিনী

খেলার জগৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:১৪, ১২ জানুয়ারি ২০২৫

মিনিটে ৩০ কোটি! নেইমারের মাঠের বাইরে বসেই আয়ের চমকপ্রদ কাহিনী

নেইমারকে বিশাল অঙ্কে দলে ভেড়ানোর পরও মাঠে কমই দেখা গেছে সৌদি ক্লাব আল হিলালের জার্সিতে। ১৮ মাসে মাত্র সাত ম্যাচ খেলা ব্রাজিলিয়ান তারকা ২০২৪ সালে প্রায় পুরো বছরই কাটিয়েছেন মাঠের বাইরে। কিন্তু এই সময়েও তিনি আয় করেছেন অবিশ্বাস্য পরিমাণ অর্থ।

ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটো জানিয়েছে, ২০২৪ সালে ৪২ মিনিট খেলেই নেইমার আয় করেছেন ১০ কোটি ১০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকারও বেশি! প্রতি মিনিটে আয় করেছেন প্রায় ২৪ লাখ ইউরো, আর প্রতি সেকেন্ডে পেয়েছেন ৫০ লাখ টাকার বেশি।

এখন, এসিএল চোটে মাঠের বাইরে থাকা নেইমারের সঙ্গে আল হিলাল চুক্তি নবায়নের সম্ভাবনা কম। ভবিষ্যতে তিনি কোথায় যাবেন, তা এখনও অজানা। তবে এক কথা নিশ্চিত—মিনিটে কোটি কোটি টাকা আয় করে তিনি বসে বসেই সকলকে অবাক করে যাচ্ছেন!

শেয়ার বিজনেস24.কম