ঢাকা   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মাগুরায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরার শালিখায় ট্রাকচাপায় শাহাবুর রহমান (৪০) ও শাকিব আহমেদ (২৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আড়পাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাবুর রহমান শালিখা উপজেলার জুনারী গ্রামের নুর মোহাম্মদের ছলে। তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক। শাকিব একই গ্রামের শামিমুর রহমানের ছেলে।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, শাহাবুর রহমান ও শাকিব আহমেদ নামে দুই ব্যক্তি আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেলে শালিখা সড়ক দিয়ে নিজ বাড়ি জুনারী গ্রামে ফিরছিলেন।

পথিমধ্যে রাত পৌনে ৯টার দিকে আড়পাড়া বাজারের দাউদ মুন্সির রাইস মিলের সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পুলিশ ট্রাকটি আটক ও মরদেহ দুটি উদ্ধার করেছে।

শেয়ার বিজনেস24.কম