ঢাকা   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ব্রোকারেজ হাউজের অনিয়ম খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত কমিটি

শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৫, ২৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১০:০২, ২৯ জানুয়ারি ২০২৫

ব্রোকারেজ হাউজের অনিয়ম খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত কমিটি

শেয়ারবাজারে ছয়টি ব্রোকারেজ হাউজের কার্যক্রম পর্যালোচনা করতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সার্বিক কর্মকাণ্ড, বিশেষ করে মার্জিন অ্যাকাউন্ট, নেতিবাচক ইক্যুইটি ও অননুমোদিত লেনদেনের বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

তদন্ত কমিটি ও তাদের কার্যক্রম বিএসইসি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বিশ্লেষণ করতে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব ব্রোকারেজ হাউজ তদন্তের আওতায় তদন্তের আওতায় থাকা ব্রোকারেজ হাউজগুলো হলো:

  • সিনহা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-৬৭)
  • আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (ডিএসই ট্রেক নং-১২৯)
  • এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-৯৪)
  • বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-৩০)
  • আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৯২)
  • গ্রিন ডেলটা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-৫৯)

তদন্ত কমিটির কাজের পরিধি তদন্ত কমিটি নিম্নলিখিত বিষয়গুলো পর্যালোচনা করবে:

  • মার্জিন অ্যাকাউন্টের সংখ্যা ও অবস্থা
  • নেগেটিভ ইক্যুইটির পরিমাণ এবং এর বৃদ্ধির কারণ
  • বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যা
  • নেতিবাচক ইক্যুইটির জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান
  • মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে সংরক্ষিত তহবিল ও প্রভিশনসের ঘাটতি
  • অননুমোদিত লেনদেন সংক্রান্ত কার্যক্রম

তদন্ত কমিটির সদস্যবৃন্দ প্রথম তদন্ত কমিটি (সিনহা সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ ও এসআইবিএল সিকিউরিটিজ):

  • উম্মে সালমা, অতিরিক্ত পরিচালক, বিএসইসি
  • আলী আহসান, সহকারী পরিচালক, বিএসইসি
  • মো. রবিউল হক, অ্যাকাউন্টস অফিসার, বিএসইসি

দ্বিতীয় তদন্ত কমিটি (বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ, আইএফআইসি সিকিউরিটিজ ও গ্রিন ডেলটা সিকিউরিটিজ):

  • মুসতারি জাহান, অতিরিক্ত পরিচালক, বিএসইসি
  • মোহাম্মদ নুরুজ্জামান, সহকারী পরিচালক, বিএসইসি
  • মো. আব্দুল বাতেন, সহকারী পরিচালক, বিএসইসি

এই তদন্তের মাধ্যমে শেয়ারবাজারের স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার বিজনেস24.কম