
নাজমুল হাসান পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট ছাড়াও রাজনীতি ও অন্যান্য বিষয়ে ব্যস্ত থাকেন তিনি। তবে এবার ক্রিকেট বোর্ড ছাড়ার ঘোষণাই দিয়ে রাখলেন নাজমুল হাসান পাপন।
সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ব্যাপারে ঘোষণা দিয়ে রাখলেন বোর্ড সভাপতি।
পাপন বলেন, আমি আর বেশি দিন নেই। হয়তো আর একটা বছর। এর আগেই টিমকে ঠিক করে যাব, যা যা করার করে যাব। ভালো কিছুর জন্য যদি আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেটা নেব।
বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে শুরু হবে কিউইদের বিপক্ষে এ সিরিজ। তবে সাদা পোশাকের এই সিরিজেও বাংলাদেশ দলে নেই তামিম।
২০১২ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির সভাপতির পদে আছেন নাজমুল হাসান পাপন। অবশেষে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পদ ছাড়ার ঘোষণা দিলেন তিনি।
পাপনের অধীনে অনেক উথ্থান পতনের সাক্ষী হয়েছে বাংলাদেশ দল। বিশেষ করে দল খারাপ করলে কঠোর সমালোচনায় পড়তে হয় তাকে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির কারণে দেশের বেশিরভাগ সমর্থকরাই পাপনের বিসিবি ছাড়ার দাবি তুলেছেন।
অবশ্য যাওয়ার আগে দলের অবস্থা পরিবর্তন করতে চান ক্রিকেট সংগঠক ৬২ বছর বয়সী পাপন।
শেয়ার বিজনেস24.কম