ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি

খেলার জগৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৮, ২৯ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি

বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক করে গঠন করা এই কমিটির বাকি দুই সদস্য হলেন- মাহাবুবুল আলম ও সাবেক অধিনায়ক আকরাম খান। তারাও বিসিবির পরিচালকের দায়িত্বে রয়েছেন।

আজ বুধবার এক সাংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।

বলা হয়েছে, কমিটির উদ্দেশ্য বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণগুলো যাচাই করা এবং সেই ফলাফল বোর্ডের কাছে পেশ করা।

১০ ম্যাচে মাত্র ২ জয় পেয়ে ৮ নম্বরে থেকে কোনোরকম ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এমন দুরবস্থার কারণ খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছে। তবে ঠিক কতদিনের মধ্যে এই কমিটি তাদের প্রতিবেদন বোর্ডের কাছে হস্তান্তর করবে, সেটি উল্লেখ করেনি বিসিবি।

জানা গেছে, গত ২২ নভেম্বর বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে নিজেদের রিপোর্ট বোর্ডের কাছে জমা দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান, প্রধান কোচ চণ্ডিকা হাতুরাসিংহে ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। এই রিপোর্ট আগামী বোর্ড সভায় মূল্যায়ন করবে বিসিবি।

শেয়ার বিজনেস24.কম