ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নাম বদলাচ্ছে আরএন স্পিনিং

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৫৪, ১ ডিসেম্বর ২০২৩

নাম বদলাচ্ছে আরএন স্পিনিং

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর এন স্পিনিং মিলস লিমিটেড নাম বদল করে আসছে। কোম্পানিটির নতুন নাম হবে স্মার্ট ইন্ডাস্ট্রিজ পিএলসি।

কোম্পানিটি জানিয়েছে, সম্প্রতি পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নামকরণের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হবে। শেয়ারহোল্ডারদের সম্মতি এবং রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) এর অনুমতি সাপেক্ষে নাম পরিবর্তন হবে।

এর আগে কোম্পানিটি একই উদ্যোক্তাদের মালিকানাধীন অপর কোম্পানি সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলসের সাথে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টিতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদনও দিয়েছে।

শেয়ার বিজনেস24.কম