
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-পূরবী ইন্স্যুরেন্স, বিজিআইসি ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স।
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পূরবী ইন্স্যুরেন্স
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে।
এ অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। গত বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৩৭ পয়সা।
৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত অর্থবছরে পূরবী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ৬৯ পয়সা।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়।
এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৪ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ২৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৩৬ পয়সা।
আগামী ২৮ আগস্ট বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। এজন্য রেকর্ড ডেট আগামী ৩ জুলাই।
বিজিআইসি
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। গত বছর কোম্পানিটির আয় হয়েছিল ১ টাকা ৯২ পয়সা।
৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ১৭ পয়সা।
আগামী ৩ আগস্ট বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। এজন্য রেকর্ড ডেট ২০ জুন।
শেয়ার বিজনেস24.কম