ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তামিম-সাকিব দ্বন্দ্বে হতাশ হার্শা ভোগলে

খেলার জগৎ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:১৬, ২৯ সেপ্টেম্বর ২০২৩

তামিম-সাকিব দ্বন্দ্বে হতাশ হার্শা ভোগলে

ক্রিকেট বিশ্বকাপে এবারের আয়োজক ভারত। বাংলাদেশ দল এখন অবস্থান করছে সেই বিশ্বকাপ ভেন্যুতে। তবে এবারের বিশ্বকাপে দল কি করবে, তার চেয়ে বেশি আলোচনায় সাকিব-তামিম দ্বন্দ্ব। সর্বত্রই চলছে এ চর্চা। এ খবর পৌঁছে গেছে ভারতেও।

দেশটির প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে এ ইস্যুতে চুপ করে থাকতে পারেননি। বাংলাদেশের ইতিহাসের সেরা দুই ক্রিকেটার এভাবে পাল্টাপাল্টি দোষারোপের খেলায় মেতে উঠেছেন, তা মানতেই পারছেন না হার্শা।

দুজনকে তিরস্কার করে ভোগলে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘বাংলাদেশ এমন একটি দল, যারা সব সময়ই আবেগতাড়িত। বড় টুর্নামেন্টের (বিশ্বকাপ) আগে তাদের দুই খেলোয়াড় যেভাবে প্রকাশ্য-ঝগড়ায় লিপ্ত হয়েছে, আমি মনে করি সেটা আদর্শ কিছু নয়।’

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ শুক্রবার শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের গুয়াহাটিতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

এ ছাড়া ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। আইসিসির এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেবে ১০টি দল।

শেয়ার বিজনেস24.কম