আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের পর্দা নামতে যাচ্ছে আজ রবিবার। দুবাইয়ে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। তবে ট্রফির লড়াইয়ের পাশাপাশি আলোচনায় আছে বিশাল প্রাইজমানি।
কত টাকা পাবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল?
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগেই ঘোষণা করেছে চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি ৬ লাখ টাকা)। অন্যদিকে, রানার্সআপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)।
সেমিফাইনালিস্ট ও অন্যান্য দলের আয়
- সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল (অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা): প্রতিটি দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার (প্রায় ৬.৭ কোটি টাকা)।
- গ্রুপপর্বে ছিটকে যাওয়া দলগুলোর আয়:
- বাংলাদেশ: ৫.৭৬ কোটি টাকা
- আফগানিস্তান: পয়েন্ট বিবেচনায় বাংলাদেশ থেকে পিছিয়ে থাকায় তুলনামূলক কম অর্থ পাবে।
বাংলাদেশ দল কী পরিমাণ অর্থ পেল?
গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। তবে অংশগ্রহণের জন্য আইসিসি থেকে প্রত্যেক দল পেয়েছে ১.২৫ লাখ ডলার। এছাড়া ষষ্ঠ স্থানে থাকায় বাংলাদেশ পেয়েছে আরও সাড়ে তিন লাখ ডলার। সব মিলিয়ে বাংলাদেশের আয় দাঁড়িয়েছে ৫.৭৬ কোটি টাকা।
প্রাইজমানিতে রেকর্ড বৃদ্ধি
এবারের চ্যাম্পিয়নস ট্রফির মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার, যা ২০১৭ সালের আসরের তুলনায় ৫৩% বেশি।
ফাইনালে ভারত না নিউজিল্যান্ড, কে জিতবে ট্রফি ও মোটা অঙ্কের অর্থ—তা জানতে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে হবে আর কিছু সময়!
শেয়ার বিজনেস24.কম