ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের জন্য ত্রিপাক্ষিক চুক্তি

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের জন্য ত্রিপাক্ষিক চুক্তি

রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে গত রোববার ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রম স্টক এক্সচেঞ্জ এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র উপ মহাব্যবস্থাপক হাসনাইন বারী, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক এম মাহফুজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডিএসই, সিএসই, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের সাবস্ক্রিপশন ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে।

 

 

শেয়ার বিজনেস24.কম