ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ই-মেইলে বাফুফেকে পদত্যাগপত্র পাঠালেন কোচ ছোটন

খেলার জগৎ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ২৯ মে ২০২৩

আপডেট: ১৪:২০, ২৯ মে ২০২৩

ই-মেইলে বাফুফেকে পদত্যাগপত্র পাঠালেন কোচ ছোটন

আজ দুপুরে বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে থাকা গোলাম রব্বানী ছোটন। সোমবার (২৯ মে) দুপুরে পদত্যাগপত্র পাঠানোর কথা নিশ্চিত করে তিনি জানান, ‘আমি মেইলে পদত্যাগপত্র বাফুফেকে পাঠিয়েছি। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারী উইংয়ের চেয়ারপারর্সনের কাছে আমি মেইল দিয়েছি।`

এর আগে ২৬ মে (শুক্রবার) মেয়েদের প্রধান কোচের দায়িত্বে আর থাকবেন না বলে ঘোষণা দিয়েছিলেন ছোটন। এ ঘোষণার পর থেকে নারী ফুটবলারদের অনুশীলনেও যোগ দেননি তিনি।

এদিকে বাফুফে থেকে তাকে ফেরানোর চেষ্টা করেও পারেনি। শেষ পর্যন্ত বিচ্ছেদই হয়ে গেলো বাফুফে এবং ছোটনের। সে সঙ্গে শেষ হয়ে গেল দেশের নারী ফুটবলের সঙ্গে ছোটনের অধ্যায়। তবে তিনি জাতীয় দলের দায়িত্ব পালন না করলেও ক্লাব ফুটবলে কোচিং করাবেন বলে জানিয়েছেন।

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বরাবর লেখা ছোটনের এই পদত্যাপত্র বাফুফে এরই মধ্যে পেয়েছে। ইমরান হোসেন তুষার ও মাহফুজা আক্তার কিরণ দুইজনই বলেছেন, তারা ছোটনের পদত্যাগপত্র মেইলে পেয়েছেন।

এ নিয়ে বিকেলে জরুরি সভায় বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি।

শেয়ার বিজনেস24.কম