০৮ জুলাই ২০১৬ শুক্রবার, ০২:০৩ এএম
শেয়ার বিজনেস24.কম
আগামী ৮ ও ৯ জুলাই শুক্রবার ও শনিবার চট্টগ্রাম, মংলা, বেনাপোল, পানগাঁও এবং কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) এলাকার শুল্ক কার্যালয়ের বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকবে।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংগুলোকে আমদানি-রফতানি কার্যক্রমে শুল্ক সুবিধা প্রদানে শুল্ক কার্যালয়গুলোতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা এই দুই দিন খোলা রাখার নির্দেশ দিয়েছে।
ঈদুল-ফিতর ও ঈদ ছুটিকালীন সময়ে ব্যবসায়ী সংগঠনের ব্যাংকিং সেবা গ্রহণের দাবির প্রেক্ষিতে এ নির্দেশনা প্রদান করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিজ নিজ শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার পরামর্শ দেয়। সংশ্লিষ্ট ব্যাংক শাখার কর্মীদের ছুটির সময় অতিরিক্ত কাজের ভাতা প্রদানের জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।