ঢাকা   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

২৩ নভেম্বর সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজনীতি

প্রকাশিত: ২০:৩৩, ১৭ নভেম্বর ২০১৬

২৩ নভেম্বর সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ নভেম্বর বুধবার সিলেট যাচ্ছেন।
 
এ দিন প্রধানমন্ত্রী ১৭ পদাতিক ডিভিশনের অধীনে নবগঠিত সদর দফতর ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেয়া ছাড়াও সিলেটের বেশ কয়েকটি স্থাপনার উদ্বোধন করবেন।
 
তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করবেন। এছাড়া এদিন বিকালে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখবেন।
 
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেট সরকারি বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা  বিরাজ করছে।

শেয়ার বিজনেস24.কম