ঢাকা   মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রাহায়ণ ১৪৩২

রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেলো আইডিএলসি

শেয়ারবাজার

প্রকাশিত: ১৮:১৮, ২২ নভেম্বর ২০১৬

সর্বশেষ

রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেলো আইডিএলসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের রাইট অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশন ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার অনুমোদন করেছে।

এ রাইটের মাধ্যমে কোম্পানিটি ১২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫৯৩টি সাধারণ শেয়ার ২০ টাকা মূল্যে (১০ টাকা প্রিমিয়ামসহ) বাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমতি পেল। এর মাধ্যমে ২৫১ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ৮৬০ টাকা বাজার থেকে তুলে কোম্পানিটি মূলধন ভিত্তি শক্তিশালী করবে; তথা পোর্টফোলিওতে লেন্ডিং বৃদ্ধি করবে।

২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি এনএভি ৩০ টাকা ৯৭ পয়সা। আর শেয়ার প্রতি ইপিএস ৫ টাকা ৮১ পয়সা। এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ