২১ নভেম্বর ২০১৬ সোমবার, ০৩:১৪ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৬ আসরে রংপুর রাইডার্সের হয়ে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার খেলবেন বলে ফ্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হলেও চলতি বিপিএলে খেলতে আসছেন না মিলার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তার মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি এ ব্যাটসম্যান।
রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতাতে বাংলাদেশ সফরে আসছেন এমন খবর রংপুরের চেয়ারম্যান জানালেও সোমবার নিজের নামে সত্যায়িত করা টুইটার অ্যাকাউন্টে দেওয়া টুইট বার্তায় তিনি লিখেন, পুনরায় জিজ্ঞাসা না করার জন্য, চলতি বছর বিপিএলে আমি খেলছি না।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।