২১ নভেম্বর ২০১৬ সোমবার, ০৬:৫৯ পিএম
শেয়ার বিজনেস24.কম
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সংস্কার সম্পর্কে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রস্তাব অযৌক্তিক, অবাস্তব এবং অসাংবিধানিক।
ইসি সংস্কার সম্পর্কে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দেয়া প্রস্তাবের জবাবে আজ সোমবার তথ্য অধিদপ্তর (পিআইডি) মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, আলোচনার জন্য এই প্রস্তাব কোন ভিত্তি হতে পারে না। তিনি এ প্রস্তাবকে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক উল্লেখ করে এর সমালোচনা করেন।
তথ্যমন্ত্রী বলেন, এই প্রস্তাব গ্রহণ করা হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।