ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন ব্যবসায়ী সালমান এফ রহমান। প্রথম মেয়াদ সম্পন্ন হওয়ায় ১৪ জুলাই ব্যাংকটির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় তিনি পুনরায় ব্যাংকের পরিচালক নির্বাচিত হন।

তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। তিনি দেশে টেক্সটাইল, ট্রেডিং, মেরিন ফুড, আবাসন ও নির্মাণ, তথ্যপ্রযুক্তি, মিডিয়া, সিরামিকস, ওষুধ, জ্বালানীসহ বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছেন।

তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি ছিলেন। তিনি অনেক সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন।

শেয়ার বিজনেস24.কম