
শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের
মিরপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের প্রকাশ গাঁজা কাদেরকে (৫৬) গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার ২নং সেকশনের মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।
ওসি মোহাম্মদ মোহসীন জানান, গ্রেফতার কাদের মিরপুরের শীর্ষ মাদক বিক্রেতা। তিনি মূলত গাঁজা ব্যবসায়ী। গাঁজা ব্যবসায় তার এতটাই প্রভাব, তিনি গাঁজা কাদের নামেই বেশি পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১৫ টি মামলা রয়েছে। কাদের এ পর্যন্ত ২০ বার গ্রেফতার হন। প্রতিবারই কারাগার থেকে বের হয়ে আবারও গাঁজা বিক্রি শুরু করেন।
গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ২ নং সেকশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানান মিরপুর মডেল থানার ওসি।
শেয়ার বিজনেস24.কম