facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

মার্কিন দূতাবাস নেবে ভিসা অ্যাসিস্ট্যান্ট, বেতন ৮২ হাজার


৩০ এপ্রিল ২০২৩ রবিবার, ১০:৩৯  এএম

শেয়ার বিজনেস24.কম


মার্কিন দূতাবাস নেবে ভিসা অ্যাসিস্ট্যান্ট, বেতন ৮২ হাজার

ঢাকায় মার্কিন দূতাবাস লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ভিসা অ্যাসিস্ট্যান্ট (আইভি রোহিঙ্গা অ্যাসিস্ট্যান্ট)

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা যুক্তরাষ্ট্রের কলেজ থেকে সমমানের ডিগ্রি থাকতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ, গভর্নমেন্টাল বা প্যারা-প্রফেশনাল ক্ষেত্রে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। চট্টগ্রাম ও রোহিঙ্গা ভাষাও জানতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে। প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮২,০০০ টাকা। এ ছাড়া মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এই লিংক থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৩ মে ২০২৩।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: