ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মহাকাশে এবার নারী রোবট পাঠাবে ভারত

নারী ও নারী উদ্যোক্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ২৬ আগস্ট ২০২৩

মহাকাশে এবার নারী রোবট পাঠাবে ভারত

বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠিয়েছে ভারত। চাঁদে যান পাঠানো চতুর্থ দেশ তারা। এসব তকমার পর এবার নতুন আরেকটি তকমা যুক্ত হতে যাচ্ছে ভারতের সঙ্গে। মহাকাশে নারী রোবট পাঠানোর পরিকল্পনা শুরু করেছে দেশটি। শনিবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জিতেন্দ্র সিং।

জিতেন্দ্র সিংয়ের ঘোষণার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, মহাকাশে ভারতের পরবর্তী গগণযান মিশনে ব্যোম মিত্রা নামের এক নারী রোবট যাবেন। ওই মিশনের মধ্য দিয়েই প্রথমবার মহাকাশে নভোচারী পাঠাবে ভারত।

ভারতের মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, করোনা মহামারির কারণে গগণযান প্রকল্পে দেরি হয়েছে। আগামী অক্টোবরে প্রথম ট্রায়াল শুরু করা হবে। এতে অংশ নেবের নভোচারীরা। এরপরই পাঠানো হবো নারী রোবট ব্যোম মিত্রাকে। সে মানুষের সব কাজ করতে সক্ষম। সবকিছু ঠিক থাকলে এগিয়ে যাবে প্রকল্প।

ধারণা করা যাচ্ছে, ২০২৪ কিংবা ২০২৫ সালের দিকে ব্যোম মিত্রাকে মহাকাশে পাঠানো যাবে। এর পর মনুষ্যবাহী যান পাঠাবে ভারত। সবকিছু ঠিকঠাক মতো ঘটলে, ভারত হবে মহাকাশে মানুষ পাঠানো চতুর্থ দেশ।

ভারতের ‘চন্দ্রযান ৩’-এর ল্যান্ডার ‘বিক্রম’ ভারতীয় সময় বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে। এর মধ্য দিয়ে চাঁদে অবতরণকারী বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত। এর আগে কেবল আমেরিকা, রাশিয়া ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে নামতে পেরেছে।

২০১৯ সালের ‘চন্দ্রযান-২’ মিশন সফল হতে না পারলেও এবার ‘চন্দ্রযান-৩’ নিয়ে বড় প্রত্যাশায় ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা। সফল হওয়ায় ভারতজুড়ে আনন্দের বন্যা বইছে।

শেয়ার বিজনেস24.কম