ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

গ্রামবাংলা

প্রকাশিত: ১৬:০৫, ১৮ নভেম্বর ২০১৬

আপডেট: ১৬:০৫, ১৮ নভেম্বর ২০১৬

ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

ফেনী সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন ডাকাতের মৃত্যু হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাবের ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম।

নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা ফাহিম বলছেন, লালপোল এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়।

“ডাকাতরা র‌্যাবের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। আধঘণ্টার বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়।”

ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এক র‌্যাব সদস্য আহত হয়েছেন জানিয়ে ফাহিম বলেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে তিনটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, তিনটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি ও একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করার কথাও জানিয়েছে র‌্যাব।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামন বলেন, ‘দুই ডাকাত’ নিহতের ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেয়ার বিজনেস24.কম