
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের ৫০০ কোটি টাকার নন কনভার্টেবল সাবওর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশন সূত্রে জানা গেছে, এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন কনভার্টেবল, আনসিকিউর্ড, আনলিস্টেড, কুপন বেয়ারিং সাবওর্ডিনেটেড বন্ড। এটি ৭ বছরে সম্পূর্ণরূপে অবসায়নযোগ্য হবে। যা শুধু আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।
উল্লেখ্য, উত্তোলন করা অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি টায়ার টু রেগুলেটরি ক্যাপিটালের শর্ত পূরণ করবে। বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মুল্য ১ কোটি টাকা। এই বন্ডের ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে রয়েছে আরএসএ ক্যাপিটাল লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
শেয়ার বিজনেস24.কম