ঢাকা   রোববার ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

৭ লাখ শেয়ার কিনলেন সালভো কেমিক্যালের এমডি, বিনিয়োগকারীদের আস্থার বার্তা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ১৮ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

৭ লাখ শেয়ার কিনলেন সালভো কেমিক্যালের এমডি, বিনিয়োগকারীদের আস্থার বার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাসায়নিক খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবায়দুল করিম কোম্পানিটির ৭ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন

রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএসইর তথ্যমতে, গত ১৮ ডিসেম্বর এমডি হিসেবে তিনি কোম্পানিটির ৭ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যেই পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজার দরে শেয়ারগুলো ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, কোনো কোম্পানির শীর্ষ নির্বাহী যখন নিজ প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কেনেন, তখন তা কোম্পানির আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে দৃঢ় আস্থার প্রতিফলন হিসেবে দেখা হয়। এতে সাধারণ বিনিয়োগকারীদের মাঝেও কোম্পানিটির প্রতি ইতিবাচক বার্তা যায়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবসায়িক সম্প্রসারণ ও ধারাবাহিক ডিভিডেন্ড প্রদান বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এমডির এই নতুন বিনিয়োগ কোম্পানিটির শেয়ারহোল্ডিং কাঠামোতে তার ব্যক্তিগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করলো।

সর্বশেষ