ঢাকা   রোববার ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মার্কেট মুভারে নতুন ছয় কোম্পানি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ১৮ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

মার্কেট মুভারে নতুন ছয় কোম্পানি

সপ্তাহের শেষ কর্মদিবসে সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইর লেনদেন তালিকা বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ছয়টি কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।

মার্কেট মুভারে নতুনভাবে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো— ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন

এই ছয় কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। এদিন ডিএসইতে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা। একই দিনে শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯ টাকা ৭০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৬৬ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ টাকা ২০ পয়সা পর্যন্ত ওঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১০ কোটি ১ লাখ ৯৯ হাজার টাকা। শেয়ারটির দর ৬ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৯০ শতাংশ বেড়ে দিনশেষে ১১১ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। দিনের মধ্যে দর ওঠানামা করেছে ১০৮ টাকা থেকে ১১৫ টাকা পর্যন্ত।

তৃতীয় অবস্থানে ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৮ কোটি ৮৩ লাখ ৬১ হাজার টাকা। এদিন শেয়ারটির দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫০ পয়সায়। লেনদেন চলাকালে দর ৪৯ টাকা থেকে ৫৩ টাকা ৫০ পয়সা পর্যন্ত ওঠানামা করে।

অন্য তিন কোম্পানির মধ্যে—

  • মেঘনা ইন্স্যুরেন্স: শেয়ার লেনদেন ৮ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা,

  • যমুনা ব্যাংক: শেয়ার লেনদেন ৮ কোটি ২৮ লাখ ৬৫ হাজার টাকা,

  • বাংলাদেশ শিপিং কর্পোরেশন: শেয়ার লেনদেন ৮ কোটি ২২ লাখ ১২ হাজার টাকা

বাজার বিশ্লেষকদের মতে, সূচকের শক্ত অবস্থান এবং ব্যাংক, ফার্মা ও ইন্স্যুরেন্স খাতে একযোগে চাহিদা বাড়ায় আজকের মার্কেট মুভারে নতুন কোম্পানির আধিপত্য দেখা গেছে, যা বাজারে স্বল্পমেয়াদি ইতিবাচক গতি নির্দেশ করছে।

সর্বশেষ