ঢাকা   বুধবার ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রাহায়ণ ১৪৩২

শেয়ারবাজারে শুরু হচ্ছে স্মার্ট সাবমিশন যুগ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ২৬ নভেম্বর ২০২৫

শেয়ারবাজারে শুরু হচ্ছে স্মার্ট সাবমিশন যুগ

দেশের শেয়ারবাজারকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আজ থেকে চালু করছে ‘স্মার্ট সাবমিশন সিস্টেম’ (এসএসএস)। এই স্বয়ংক্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলো এখন তাদের সমস্ত নিয়ন্ত্রক ও কর্পোরেট নথি একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্মে জমা দিতে পারবে, যা পুরোনো ম্যানুয়াল হার্ড-কপি জমার জটিল প্রক্রিয়াকে সম্পূর্ণ বিলুপ্ত করবে।

আগে কোম্পানিগুলোকে উভয় এক্সচেঞ্জে আলাদা আলাদা হার্ড-কপি জমা দিতে হতো এবং বোর্ড সভার পর ত্রৈমাসিক, বার্ষিক ও আর্থিক আপডেট ইমেল বা ফ্যাক্সের মাধ্যমে পাঠাতে হতো। নতুন সিস্টেমের মাধ্যমে এই সব জটিলতা দূর হবে, তথ্য দ্রুত ও নির্ভুলভাবে প্রবেশাধিকার সম্ভব হবে এবং বিনিয়োগকারীদের অভিজ্ঞতাও উন্নত হবে।

এসএসএস-এ প্রতিটি কোম্পানিকে অনন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। কোম্পানি এই আইডি ব্যবহার করে সমস্ত নথি অনলাইনে জমা দিতে পারবে। অতিরিক্ত নথির প্রয়োজন হলে এক্সচেঞ্জগুলো অনলাইনে সরাসরি কোম্পানির কাছে তা চাইবে।

ডিএসই’র একজন কর্মকর্তা জানান, নতুন সিস্টেম চালু হওয়ায় এক্সচেঞ্জ এবং কোম্পানি উভয়ের জন্যই অযাচিত ঝামেলা কমবে। ম্যানুয়াল দাখিলের কারণে পূর্বে ডেটার ভুলের ঝুঁকি থাকলেও এখন তা পুরোপুরি দূর হবে এবং তথ্য সঠিক ও সময়মতো পাওয়া যাবে।

তালিকাভুক্ত কোম্পানির সচিবরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে মনে করছেন। স্মার্ট সাবমিশন সিস্টেমের মাধ্যমে প্রথমে মূল্য সংবেদনশীল তথ্য (PSI) এবং গুরুত্বপূর্ণ কর্পোরেট প্রকাশনা অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে দাখিলের মাধ্যমে বাস্তবায়ন শুরু হবে।